ক্ষমা হয়না যার

রাত যায় এলোমেলো বিছানা-চাদরে

সবাই মুচকি হাসে- "প্রেমে ও আদরে!" চাদরের ভাঁজ খুলে ছুঁতো কেউ যদি; দেখতো দীর্ঘতম প্রতারণা নদী।
image

এইকি শেষ !

পরিহাসউপেক্ষিত ক্রেঙ্কার

মানুষই একমাত্র প্রানী; যে, প্রতারণা করতে জানে। সে প্রতারনা করে কিংবা প্রতারিত হয়েও পৃথিবীর বুকে চষে বেড়ায়। প্রতারকদের শাস্তি হয়না; কিংবা হয় - তবু, প্রতারকদের কোনদনিও আত্মোপলব্ধি আসেনা এবং এটাই প্রতারকদের সুখে থাকার একমাত্র চাবিকাঠি।

সম্পূর্ণ পড়ুন→
image

ইরাবতী

পরিহাসউপেক্ষিত ক্রেঙ্কার

"আমি সারাজীবন ঈশ্বর ব্যতীত আর কিছুই দেখি নাই" : বিবেকানন্দ না, আমি বিবেকানন্দ নই, তবে ঈশ্বরের দেখা এ জীবনে দু-একবার আমিও পেয়েছি। রবীন্দ্রনাথের গানের ভিতর দিয়ে দীর্ঘ হেঁটে, রিলকের দ্যুইনো শোকগাথার ভিতর দিয়ে দীর্ঘ হেঁটে, ঈশ্বরের কাছাকাছি আমিও পৌঁছেছি-- প্রণাম জানাতে গিয়ে বিস্মিত হয়েছি, এ কি, আমারই হৃদয়পট এ যে! শোনো, বীণা আমি বাজাইনি প্রতিবারই নিজে, এমনও হয়েছে বীণায় রেখেছি হাত, নিজেই উঠেছে বীণা বেজে!

সম্পূর্ণ পড়ুন→
image

আঁচল কেনো আর পায় না পুরুষ?

পরিহাসউপেক্ষিত ক্রেঙ্কার

আমাকে প্রত্যাখ্যান করেছিলে, তাই বলে আমি অসংসারী নই আজ, এবং, তোমারও সুন্দর সংসার হয়েছে। নিশ্চয়ই আমরা পরস্পরের অযোগ্য ছিলাম, নিশ্চয়ই আমরা নিজেদের যোগ্যতমের সাথেই সংসার করছি। যোগ্যতার প্রসঙ্গ এলেই আমার স্ত্রী একটি বাক্য শোনায়- "যোগ্যতম পুরুষ খুঁজিনি, প্রিয়তম মানুষ চেয়েছি।" এ-বাক্যের সাথে তোমার পরিচয় হোক।

সম্পূর্ণ পড়ুন→
image

যে বীজের অঙ্কুরোদগম হয়নি।

পরিহাসউপেক্ষিত ক্রেঙ্কার

অভিমান নেই, অভিযোগ নেই, খুনসুটি নেই, শান্ত। ভালোবাসা গেলে সবকিছু যায়, হায় তারা যদি জানতো! আমরা যেবার বিশ্বাস হারিয়েছিলাম, বিচ্ছেদ চিনেছি। তবু আশপাশে দাম্পত্য কলরোল দেখে ক্ষোভ নয়, বিশ্বাস জেগেছিলো পুনরায়; মানুষ মাত্রেই বিশ্বাসঘাতক নয়! সন্ন্যাসী বা সংসারী, ব্যর্থ অথবা সফল, সবুজাভ কিংবা হলুদ─ জীবন যেখানেই যেভাবেই থাকুক, সুখী হোক।

সম্পূর্ণ পড়ুন→