পিছুটান

image

ইরাবতী তুমি বলছো তোমার কেউ নেই!

অথচ তাকিয়ে দেখ,

তোমার চোখে মায়ায় উড়ে যাচ্ছে সময়।

তোমার নিস্তব্ধতায়,

পুড়ে যাচ্ছে মন।

তোমার রাত্রির অন্ধকারে

আলো জ্বালবো বলে,

কয়লায় পুড়ে যাওয়া মন

ধুয়ে-শুকিয়ে নিয়ে,

নতুন করে রং লাগিয়ে,

আমি হয়ে যাই প্রেমিকের অপেক্ষা।

অথচ!

আমার বুকের বামপাশে,

যন্ত্রণার আলপিন ঠুকে

তুমি বলে যাচ্ছো-

তোমার কেউ নেই!

তোমার পাওয়া না পাওয়ার গল্পে,

একটু শুনবার,

পাশে থাকবার অনুমতির প্রতীক্ষায়

আসন্ন প্রলয়ঙ্কারী ঝড়ের মতো চঞ্চল হয় মন।

বুকের মধ্যে ছোপছোপ রক্ত জমে যাচ্ছে,

তৈরী হচ্ছে আবার নতুন ক্ষত।

যখনি তুমি বলছো-

তোমার কেউ নেই!

আমার ইচ্ছে করে,

এই মানুষের সমুদ্র ভেঙে,

সব কিছু দুমড়ে মুচড়ে

তোমার কাছে চলে যাই।

তোমার হাত ছুঁয়ে বলি,

আমি আছি!

আর যেও না কোনখানে।

কোনো ভালো থাকবার অভিনয়ের দরকার নেই তোমার।

কাঁদতে হলে আমার বুকে কাঁদো।

আমাকে বলে ফেল,

তোমার কান্না হাসির গল্প।

যদি ভালোবাসতেই হয়,

একটা বার আমাকে ভালোবেসো।