আমার যখন কান্না পায়, তখন তুমি ক্যামন থাকো?

তোমারে একনজর দেখার জন্য
তোমারে একনজর দেখার জন্য আমি কতবার ছুটে যাই এই শহরের এমাথা থেকে ওমাথা প্রতিবার ভাবি, এবার শহরের সবচেয়ে তাজা আর সুন্দর ফুলগুলো তোমারে দেবো কিশোরদের মতন সামনে দাঁড়ায়ে হাত পেছনে রাখবো, যেনো ফুল দেখা না যায় সেদিন তুমি একটা পাতলা সাদা-লাল শাড়ী পরবা রিকশা থেকে নেমে হেঁটে আমার দিকে আসবা আমারে দেখে একটা মুচকি হাসি দিবা ।

আমার অস্থিরতা যদি তুমি দেখতে!
মরে যেতে ইচ্ছা হওয়াটা বড্ড একঘেয়ে ইচ্ছে। একবার, ইচ্ছেটা এসে গেলে এ আর কোথাও যেতে চায়না; যেন, মৃত্যুর মুখ না দেখা অবধি আর সে পিছু ছাড়বেইনা। নিজের সাথে মানুষ নিজের ছায়াটা বয়ে বেড়ায়; ঠিক তেমনি করে, মৃত্যুর ইচ্ছা - যেন অমোঘ মুক্তি লাভের ইচ্ছা। একবার, মুক্তির ইচ্ছা এসে গেলে সে বহমান জীবন নিয়ে যতই সন্তুষ্টি বা অসন্তুষ্টি থাকুক না কেন এর একমাত্র গন্তব্য মৃত্যু। আত্মহত্যা আইনত দন্ডনীয়; নিজের জীবনের উপর নিজের যে এই অধিকারহীনতা সেটা মনে হয় মানুষ ব্যতীত অন্যকারো নেই বলেই মানুষকে এখনো মানুষ - মান + হুষ বলে৷ নিঃশব্দে, কারো জন্য কোন বিরক্তির তৈরি না করে সাধারনের উর্ধ্বে চলে যেতে বড্ড সাধনা লাগে। নয়তো, জীবনের লোভে বাচিয়ে রাখতে হয় নিজেকে। এই লোভ কাটিয়ে উঠতে পারলেই আর কোন দুঃখ-কষ্ট, সুখ-শান্তির পরোয়া না করে চলে যাওয়া যেতো অমোঘ তৃপ্তির রাজ্যে; চিরনিদ্রায়। যেখানে, কোন ইন্দ্রিয়ই কাজ করেনা। ধীরে ধীরে, লোভ কাটিয়ে; ইন্দ্রিয়লুপ্ত করার প্রত্যয়ে অমোঘ পথের পানে পা বাড়ানো চলছে।

অরুন্ধুতী
মাইনসের কথা চিন্তা কইরা কোন লাভ নাই। মানুষ না মরলে কেউ কাউরে ভালো কয়না। ছিলো তো অনেকেই, পথে কতজনরে হারাইলাম; এই দুনিয়ার সবকিছু এমন প্যাচ লাইগা আছে রে ভাই! কোনডা আসল, কোনডা নকল; সেইটা বুঝতে পারিনাই।

Writing A Scholarship-Awarding Motivation Letter
Motivation Letter (MOL) or Statement of Purpose (SOP) is one of the most frequently requested documents when applying for admission or scholarships. In many cases, it’s the most important part of the application, potentially awarding you a scholarship or admission as many applicants may have similar profiles in terms of grades, LOR, and extracurricular activities.