অঝোর সাথী

Living Without, Growing Within
And maybe love is supposed to feel easy, light, and free. that regardless if you end up together or not, your feelings will never falter—it will stay the same, regardless if it’s expressed or unspoken.

ভাঙাচোরা অপ্রাপ্তি
জোর করে আমি কিচ্ছু পেতে চাইনি কোনোদিনও। না সঙ্গ, না কথোপকথন, না গুরুত্ব, না ভালোবাসা। আর আমি বিশ্বাস করি অনুরোধ করেও এ'সব পাওয়া যায় না। তুমি নিজের দু'মুঠোয় আমার জন্য যতটুকু নিয়ে আসবে, আমি ততটুকুর থেকে একফোঁটা বেশি চাইবো না। না তর্ক করবো, না জেদ করবো, না ঝগড়া করবো, না আকুতি মিনতি করবো। আমার জীবনের একটা নিয়ম আছে। আমি দেখি, বুঝি আর চুপচাপ দরজা বন্ধ করে বেরিয়ে যাই

প্রিয়তা
তারপর কোথায় হারিয়ে গেলে তুমি? থইথই জোছনার রাতে, পৃথিবী যখন নিঃসীম সৌন্দর্যে মাতোয়ারা হয়, চারপাশের কোলাহল যখন পরিণত হয় নিঝঝুম নৈঃশব্দ্যে—আমি তখন খুঁজে ফিরি স্রেফ তোমাকেই। জীবন বদলে যায় কিনা জানিনা... তবে আমি এখন জীবিত, ভীষণ ভাবেই জীবিত। লোকে বলে ভালোবাসার বিনিময়ে কি পায় মানুষ!? ভালোবাসার কি আদৌ বিনিময় হয়! এক ছন্নছাড়া জীবন বয়ে বেড়াতে বেড়াতে, এখন মন খারাপ, মন ভালো, কিংবা ভীষণ খুশির গল্প বলতে পারি... তুমি... ভীষন রকম অন্যরকম... একদমই অন্যরকম...একদম আমার মনের মতো। তুমি কি শুনতে পাচ্ছো!? শুনতে পাচ্ছো!? বলো...