হিজিবিজি কথন

পুরুষতন্ত্র
পুরুষ জানে না তার বুকে কেন এতো বেদনা, সে প্রতি মুহূর্তে ব্যস্ত পরিবারের বেদনা তাড়ানোয়। পুরুষ জানে না কেন সে সিগ্রেট ফোঁকে, অথচ সে সন্তানকে সিগ্রেট ফুঁকতে দেয় না। পুরুষ জানে না তার অশ্রু নীল নাকি বর্ণহীন, সে কোনোদিন কাঁদতে পারেনি। পুরুষ জানে না সে বুড়ো হয়ে গেছে, কেননা মৃত্যুর দিনও তাকে শুনতে হয়- "কী দিয়েছ আমাকে?"

হারিয়ে গিয়েছি
এখানে নয়, যতটা পথ তুমি হেঁটে এসেছো, তার কোথাও না কোথাও তুমি ঠিক দাঁড়িয়ে পড়তে পারতে! একটা আয়না চুরি করে নিয়ে, তার সামনে গিয়ে- নিজেকে শাসাতে পারতে, বলতে পারতে, যে আগুন তুমি ছুঁয়ছো, তা কতটা পুড়িয়েছে, তোমার ঐ নরম বুক! এতোটা নীরবে নয়, যতটা আওয়াজ তোমার ভেতর লুকিয়েছো, তার থেকে কিছুটা যদি কন্ঠে তুলে নিতে পারতে, শব্দের কম্পনে কেঁপে উঠতো এই উদ্বাস্তুর জরায়ুতে ঘুমিয়ে থাকা শহর, তুমি জানিয়ে দিতে পারতে, তোমারও আমাকে কিছু বলবার ছিলো! আজ এতোদিন পরে নয়, তুমি যতটা অবহেলায় হারিয়ে গেছো, তার সামান্যটুকু যদি বিনিময় করতে জানতে, যদি একটু ঘৃণা ধার করে আনতে প্রাগৈতিহাসিক কোন মানুষের কাছ থেকে, পথ ছেড়ে আসতে গিয়ে পা হারানোর যন্ত্রণায়, তোমাকে একাকীত্বের গহীনে ডুবতে হতো না! তুমি যদি পারতে, আমাকে জড়িয়ে রাখতে তোমার পাঁজরে, এখানে নয়, যতটা পথ তুমি হেঁটে এসেছো, তার কোথাও না কোথাও, আমাদের আবার দেখা হয়ে যেতো!

Philosophy Of My Life, You Should Probably Ignore
I've put you on an podestal it's true, Now I want to kick it from under you. Your neck in a noose, My heart in a whirl; So let the ebony flag unfurl. Your cruellest nightmare is my dream. My dream come true! In another world I would slay you, I would martyr and mortify, In another world I would murder, I'd confess and I'd do my time; In another world I would sing you. A crimson lullaby, But all I am doing is waiting! I'm waiting for you! Waiting for you to die.

প্রাক্তন প্রেমিকাকে
তোমার ব্যস্ততা, আমার শূন্যতা- চারিদিকে তোমার সুখের নিয়ন আলো, আমার দুঃখ গুলো মৃত্যুঞ্জয়ী, বড্ড ভালবাসে আমায়। তোমার চারপাশ আলোকিত, জ্যোৎস্না নাকি ল্যাম্পপোস্টের আলো?? যাই হোক না কেন তবু তুমি আলোকিত, তুমি দিনেও দেখতে পাও, আবার রাতেও। আঁধার কি দেখেছো কোনদিন?? না দেখলে এসো একবার, দেখে যেও কারো জীবনে দিন মানেও আঁধার। তোমার রাত হয় না, তবু তোমার আছে জ্যোৎস্না আলো বিলায়, জোনাক এসে আঁধার কাটায়, আমার ঘোর কাটে না ভোরের আলোয়ও, স্মৃতিরা হেঁটে যায় আমার পাশ দিয়ে, ওরা আমায় ওদের দলে ভিড়ায়, ভোর হয় চলে যায়, ওরা হারিয়ে যায়, আমি আবার এগিয়ে যাই তোমার দিকে, তারপর দুচোখে আবার তোমার ব্যস্ততা আর আমার শূন্যতা।