
তোমার জন্য যখন লিখতেছি, আমার এখানে কে কে এর "আজাব সি" গানটা চলতেছে। তুমি জানো কি জানো না, আমি অতি সাধারণ মানুষ। আমি ভালোবাসি মানে, আমার পুরো পৃথিবীটা তোমাকে কেন্দ্র করে ঘুরে।
আমি একবার বলেছিলাম, প্রেমিকা মানে তারসাথে সবকিছু নিয়ে আলোচনা করা যায়। সে বিজ্ঞান, রাজনীতি, সমাজ, তত্ত্ব সবই। এরমানে, এই নয় এসব নিয়ে বিশদ জ্ঞান থাকা চাই। শুনে নিজের মতামত দেয়া, পছন্দ হলে মতটাকে সাপোর্ট করা নয়তো কি করে আরো সুন্দর চিন্তা করা যায় সেটা বলাকে বুঝিয়েছি। তুমি, এ নিয়ে খুব বেশি মন খারাপ করেছো। আমি জানিনা, পরের সময়ে কি হবে; বা, এখন কেমন!
কিন্তু, আমি দেখেছি তুমি আমাকে বিশ্বাস করার, ভরসা করার চেষ্টা করতেছো। এটাই বা কম কিসের?
প্রিয় মেঘ-
আমি একবার পুরুষ হতে চেয়েছিলাম।
কেউ বললো- লিঙ্গ লম্বা কর।
কেউ বললো- মানিব্যাগ মোটা কর।
কেউ বললো- লাল কর চোখ।
কেউ বললো- রাজা হইতে না-পারলে কিয়ের পুরুষ?
আমি একবার মানুষ হতে চেয়েছিলাম।
সবাই হা করে তাকিয়ে ছিলো আমার দিকে- তুই মানুষ না?
আমি কিভাবে বোঝাবো তাদের, এই জীবনে আমি একজনও মানুষ দেখলাম না!
তুমি জানো, যখন বলেছো - আমিও মানুষ, আমিও কান্না করতে পারি। আমারও কষ্ট হয়... তোমার কাঁধে আমি মাথা রেখে চাইলে কাঁদতেও পারি। আমি সত্যি বলি, আমার মনে হচ্ছিলো, না! আমিও মানুষ।
একটা জীবন ভাঙতে-ভাঙতে অন্য জীবন গড়তে থাকি
এক জীবনের শূন্যতাকে অন্য জীবন ভরিয়ে তোলে ,
একটা জীবন জবুথবু , অন্য জীবন হাওয়ায় দোলে –
একটা জীবন যেমন-তেমন ,
আরেক জীবন সাজিয়ে রাখি ।
ফুলের শরীর ছিঁড়তে-ছিঁড়তে
পেয়ে গেলাম ফুলের জমক
ফুলের কঠিন বন্দিশালায় রোদ পড়েছে ,পড়ছে ছায়া –
ওই যে রোদে , ওই যে ছায়ায় দুইটি ফড়িং উড়ছে মায়ায়
একটা ফড়িং ফুলের কান্তি , অন্য ফড়িং ফুলেরই শোক ।
নদীর জলে হাত রেখেছি , নদী আমায় ক্ষমা করে ;
নারীর দেহে হাত রেখেছি , নারী আমায় ক্ষমা করে –
জলের স্পর্শে , নারীর স্পর্শে দুইটি জীবন পুণ্যে ভরা ,
একটা জীবন নিদ্রাহারা , অন্য জীবন ঘুমের ঘোরে ।
একটা জীবন এলোমেলো , অন্য জীবন গুছিয়ে রাখি ;
ওই যে জীবন বহির্মুখী , এই জীবনে ঘরের টান –
ফুলের শান্ত বন্দিশালায় সারা জীবন ভ্রাম্যমাণ ,
একটা জীবন ভাঙতে-ভাঙতে
আরেক জীবন গড়ছি না কি ।
নতুন বছর আসতেছে, নতুন মানে সবকিছুই নতুন! নাহ! নতুনের দিকে না ঝুঁকে; পুরনোটা আরো কি করে সুন্দর করা যায় সেটাই করা শ্রেয় নয়কি!
একটা কথা কি জানো! সুখের চেয়ে শান্তি জরুরী।
আমি ছেড়েই দিতে রাজি আছি
সুসভ্যতার আলোক,
আমি চাই না হতে নববঙ্গ
নব যুগের চালক।
আমি নাই বা গেলেম বিলাত,
নাই বা পেলেম রাজার খিলাত,
যদি পরজন্মে পাই রে হতে
ব্রজের রাখাল বালক
তবে নিবিয়ে দেব নিজের ঘরে
সুসভ্যতার আলোক।
When it's 2 am and we were just texting but now you're lowkey wondering why I left you on seen... or why I haven't double texted you or sent you a meme just to keep the conversation going. Listen, don't sweat the blue ticks. I don't mind being left on read. Or if you take three hours... or three weeks to reply. I respect the fact that you have better things to do. I only hope you don't take personally, the times I swipe your notification away. I know you're probably bored, or curious. Or both. I'm just not in the mood for small talk these days.
I'm not that kinda friend who'll show up at parties every night.
I'm very unsocial actually, most-o-the-times. You won't find me at the heart of the crowd. But you will find me on my friends group at the very heart of the gathering ,rolling the joints and making the pegs, the jests... keeping the buzz going with a showstopper's indifference. But that's not who I am. Unless it's the handful of friends I keep at my core, unless it's my kinda crowd you know.
No. I am not the phoney mf who claims he is hustling all day and doesn't have time for his friends. I'm not the elitist who thinks he is above and beyond the rest of the human race. I'll probably stay home, read a book or watch The Boys blow up brains n shit, maybe listen to the same song a hundred times on repeat. I think it's pretty fkin normal, that most of the times, I prefer my own company.
I'm not the ride or die kinda friend.
I'm not gonna tell you things that you wanna hear. In fact, I'm going to make you very fuckin uncomfortable around me, might as well tell you you're a little piece of shit if you deserve it. I'm not going to be that guy who's steroids to your ego. Coz guess what, I see right through your gimmicks. I don't need your empty praises and stupid tags on self validation quotes that bounce off truth at a 180 degree richochet. Likewise, I'll not flinch from telling you what is.... how it is. Even if that makes you hate my guts like that fkin bothers me.
But I'll be the first to stand up and whistle for you when you win your fights, i'll be the one who tells you to go for it when you're not sure about something you're passionate about. Even if that makes you the odd one out. I'll stay up with you when it's 3 am and you're sobbing so hard over the phone you can't breathe, telling me you don't think you can make it through the night. I'll be there... till you fall asleep exhausted, feeling a little less heavy in the morning light...
.... and rest assured, I'll never shove my opinions down your throat, or give you condescending advice. We walk two different paths, in different shoes as different people... and there will be no judgement here as far as it goes. I'll be the first one you call, when you're throwing up in the washroom of some shady bar... or too high to cross the subway and catch a train home.
I'll be there, if you need me. No second guesses. No questions asked. No expectations from you doing the same for me.
I'm not the forever and a day kinda guy.
There will be times when I'll vanish from the face of the earth... and if you care enough, you'll wonder if I'm even alive. There will be times when I'll retract back into my shell... and you'll hate the very thought of me for ignoring all your phone calls and messages. I'm sorry, I truly am. I know you care and you just want to make sure I'm okay.
But there are certain wars in my life that I alone have to fight, certain baggages where talking doesn't help. There are times when work gets a little too stressful... and staring at a screen from nine to six doesn't leave me with enough focus to listen to you... forgive me. But I'm not sorry for choosing me, even though I know in those times, you won't understand me enough to not misunderstand me... but all I ask for is a little bit of patience. Some time to get my shit together... some space to keep away when the bad things inside me come out to play... and when I come back, it will be as if nothing has changed. It will be as if I never left.
I've lost friends along the way. Fallen out of touch. Cut off. Ghosted. Some I miss, rest are irrelevant. But if you're reading this... and you know who you are... I'm glad you're still here.
I know I don't say this often, but I'm lucky you stayed.